১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ নিম্নে দেয়া হলঃ
১.বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নতুন মহাপরিচালক এর নাম কি ?
ক. মেজর জেনারেল একেএম নামজুল হাসান
খ. মেজর জেনারেল শিব নারায়ন দাস
গ.মেজর জেনারেল মোস্তফা কামাল
ঘ. মেজর জেনারেল হামিদুল হাসান
উত্তরঃ ক
২.জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রীসভায় অনুমোদন করা হয় কবে?
ক. ১ মার্চ ২০২২
খ.২ মার্চ ২০২২
গ. ৩ মার্চ ২০২২
ঘ. ১ এপ্রিল ২০২২
উত্তরঃ খ
৩.বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ ?
ক.চীন
খ.যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. জার্মানি
উত্তরঃখ
৪.২০২৬ সালের কোন দেশ এলডিসি থেকে উন্নীত হবে ?
ক.বাংলাদেশ
খ. নেপাল
গ. লাওস
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
৫.২০২৩ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানীর নাম কী?
ক. দোহা ,কাতার
খ.সানাই ,ইয়েমেন
গ. ঢাকা ,বাংলাদেশ
ঘ.নোয়াকচট ,মৌরিতানিয়া
উত্তরঃ ঘ
৬.চ্যালেঞ্জার -২ অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক কোন দেশের তৈরি ?
ক. জার্মানি
খ. ইসরাইল
গ. যুক্তরাষ্ট্র
ঘ.যুক্তরাজ্য
উত্তরঃ ঘ
৭.বিশ্বব্যাংকের তথ্যমতে ,২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কত হবে ?
ক.১.৭ শতাংশ
খ.২.৭ শতাংশ
গ.৫.২ শতাংশ
ঘ.২.১ শতাংশ
উত্তরঃ ক
৮. হেনলি পাসপোর্ট ইনডেক্স- ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাপানি পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ?
ক. ১৮০
খ.১৯০
গ. ১৯৩
ঘ.২০০
উত্তরঃ গ
৯.২০২৩ সালে ডি-৭ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে ?
ক.জাপান
খ.যুক্তরাষ্ট্র
গ. কানাডা
ঘ.যুক্তরাজ্য
উত্তরঃ ক
১০.বাংলা একাডেমী প্রবর্তিত ২০২৩ সালের কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক. কামাল চৌধুরী
খ.আহম্মদ রফিক
গ.কবি মোহাম্মদ রফিক
ঘ. কবি নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।