কিছু McQ শিখে রাখা ভালো ,আমরা এখন অনলাইনে অনেক কিছুই শিখতে পারি তাই ঝটপট ১০ টি mcQ শিখে নেই।
১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ?
ক.৬১৫০ মিটার
খ. ৬২৫০ মিটার
গ. ৬৫৫০মিটার
গ. ৬০০০
উত্তরঃ ক
২.জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোস্টাল কবে উদ্বোধন করা হয় ?
ক. ২৬ মার্চ, ২০১৪
খ.২৩ জুন, ২০১৪
গ. ১৬ ডিসেম্বর ,২০১৫
ঘ.২৩ জুন, ২০১৫
উত্তরঃ খ
৩.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম –
ক. ভয়েস অফ লিবার্টি
খ. দ্যাট স্পিচ
গ.ওরা ১১ জন
ঘ. স্টপ জেনোসাইড
উত্তরঃ গ
৪. একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আব্দুল গণি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ
৫.সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই – পভুক্তিটি কে রচনা করেছেন ?
ক. জ্ঞানদাস
খ.আলাওল
গ. গোবিন্দদাস
ঘ. চন্ডীদাস
উত্তরঃঘ
৬.বাঙালির বেঁচে থাকার সনদ 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল ?
ক.১৯৬৫ সালে
খ.১৯৬৬ সালে
গ.১৯৬৯ সালে
ঘ.১৯৬৭ সালে
উত্তরঃখ
৭.এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজ রাতে সূর্য ওঠা সফল হলো কার ? পঙ্ক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ.জীবনানন্দ দাশ
ঘ.অতুল প্রসাদ
উত্তরঃখ
৮. পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন ?
ক.ড.হুমায়ূন আহমেদ
খ. ড.রবার্ট গোল্ড স্মিথ
গ.ড.মুহামমদ জাফর ইকবাল
ঘ. ড. মাকসুদুল আলম
উত্তরঃ ঘ
৯. নিচের কোনটি সাংবিধানিক পদ নয় ?
ক. চেয়ারম্যান , বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
খ. সি.এ.জি (মহা হিসাব নিরীক্ষক জেনারেল)
গ. চীফ ইলেকশন কমিশনার
ঘ.চেয়ারম্যান ,ঢাকা শিক্ষা বোর্ড
উত্তরঃ ঘ
১০.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃখ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।