গুরুত্বপর্ণ ১০ টি McQ যেটা আপনার জানা দরকার।
১.বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার ?
ক. ভারত
খ.মিশর
গ.জাপান
ঘ.থাইল্যান্ড
উত্তরঃ গ
২.বহুল আলোচিত টিকফা চুক্তির বিষয় –
ক.বাণিজ্য ও বিনিয়োগ
খ.অস্ত্র ও বিনিয়োগ
গ. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য
ঘ.সন্ত্রাস দমন ও আর্থিক সাহায্য
উত্তরঃক
৩.বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ?
ক. হামিদুর রহমান
খ.ফজলুর রহমান খান
গ.নভেরা আহমেদ
ঘ. জুলফিকার আলী খান
উত্তরঃ খ
৪.টিয়ার্স অফ ফায়ার কি ?
ক.পরিবেশ বিষয়ক আন্দোলন
খ. নবগঠিত পুলিশ ব্যাটেলিয়ন
গ. মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
ঘ. দারিদ্র বিমোচন কর্মসূচি
উত্তরঃ গ
৫.স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি গেরিলা এর নির্মাতা –
ক. তানভীর মোকাম্মেল
খ.নাসির আল মামুন
গ. চাষী নজরুল ইসলাম
ঘ.নাসিরউদ্দিন ইউসুফ
উত্তরঃঘ
৬.সিন্ধু বিজয় এর মাধ্যমে কে ভারতীয় মহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন ?
ক.হাজ্জাজ -বিন- ইউসুফ
খ. মুহম্মদ -বিন -কাসেম
গ. মুহাম্মদ ঘুরী
ঘ. ইখতিয়ারউদ্দিন -মোহাম্মদ -বিন বখতিয়ার খিলজী
উত্তরঃ খ
৭.প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন কে ?
ক.ধর্মপাল
খ.লক্ষণ সেন
গ. শশাঙ্ক
ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃগ
৮.এক সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল –
ক.সিনহাবাদ
খ.চন্দ্রদীপ
গ.গৌড়
ঘ. মাকসুদাবাদ
উত্তরঃগ
৯.বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার সম্পর্কে যে তথ্যটি সত্য নয় –
ক. প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে
খ.বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে
গ.গৃহস্থলী রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
ঘ.পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে
উত্তরঃ ঘ
১০.আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?
ক.ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে খ.হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে গ.ভাগীরথী নদীর পশ্চিম তীরে
ঘ.আফগানিস্তানের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।